মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৯৯

কে বামা নিরুপমা শ্যামা, অধরে অলক্ত মাখা ।
করতল চরণে অলক্তক বরণে, ভালে অলকা তিলকা ।
কোটী শশী যিনি প্রভা, কে বলে আঁধার রুপা,
এ কালো সে কালো নয়, এ কালো আলোক মাখা ।
দেখিয়ে তার কিরণ, মোহিলো যুগল নয়ন,
ভুলিলো মনোমোহন, দূরে গেলো বিভীষিকা ।।