ভাব গুরু ব্রহ্মময় পরম কারণ
ওহে দেহধারী দিতে ভব পাড়ি, জ্ঞানতরী মাঝে কর আরোহন ।
আমিত্ব অজ্ঞানে নেত্র আবরিয়া, জ্যোতি ঘনরুপ রেখেছে ঢাকিয়া
ভাব আত্মজ্ঞান, ছুটিবে অজ্ঞান, জ্ঞানময় ব্রহ্ম কররে স্মরণ
আমি কে তুমি কে আমি তুমি ভরা, কোথায় রলো স্রষ্টা, সৃষ্টি করে ধরা
দৃষ্টি কর তাতে, আমাতে তোমাতে, জ্ঞানাঘাতে হবে সংশয় ছেদন ।
মৃত দেহের দেহী, করিতে শোধন, দেখি শ্রাদ্ধবিধি পিণ্ড প্রয়োজন
ভাব ব্রহ্ম অণ্ড যত কর্মকাণ্ড, সব লণ্ডভণ্ড হইবে তখন ।
দেহ দেহী যত জল বিম্ব প্রায়, চৈতন্য তরঙ্গ শক্তিতে খেলায়
কেন ভাব এত হবে নারে প্রেত, ব্রহ্মময় জগত সত্য নিরুপণ ।
ভাব সত্য গুরু নিত্য নিরঞ্জন, জ্ঞানসিন্ধু জলে করবে তর্পন
হবে ভ্রান্তি নাশ, স্বতঃ স্বপ্রকাশ, হইবে প্রকাশ কহে মনোমোহন ।
যার যেই ভাব তার সেই লাভ, জ্ঞানে কর বোধ অজ্ঞতা স্বভাব
ছাড় অপলাপ অসত্য প্রলাপ, সত্য তত্বমসি চিন্ত বিচক্ষণ ।।