মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩১৯

সবে সাধরে সে রসময় রসিকে ।
শিব রাধা কৃষ্ণ কালী, প্রেমেতে মজে সকলই
লভিয়ে পরম যোগ ভুলিয়াছে আপনাকে ।
যাহাতে উৎপত্তি স্থিতি, বিভূতি বিমান ক্ষিতি
পঞ্চাত্মক ষড় রসে, পবন জল পাবকে ।।