করি করি কি করি, তাই ভেবে দেখি কই ।
যা করি তা কেন করি, যে করায় সে কই ।
করায় কিম্বা আমি করি, বুঝা হইলো বিষম ভারী
করবো বলে করতে নারি, কেমনে আমি কর্তা হই ।
কে যেন মোর কাছে কাছে, হয়তো আগে নইলে পাছে
বসে আছে ভুল ধরিছে, মাঝে মাঝে হারা হই ।
ইঙ্গিতে সংকেতে তার, বিশ্ব করে তোলপার
আমার আমার আমি বা কার, যার আমি তার হয়ে রই ।
মনো কয় তা হইলে আর, গো বাজেনা যায় আঁধার
কর্তা কর্ম ঠিক হইলো যার, সে হইলো জগতজয়ী ।।