ছাড়িয়ে ধর্ম বিবাদ, সাধরে কল্যাণ ।
সকলে মিলিয়া কর, দয়াময় নাম গান ।
শিব কালী কৃষ্ণ নাম, আল্লা রাধা যত নাম
দয়াই আরাধ্য কাম, ভবরোগ হতে ত্রাণ ।
যে নামে যাহার তৃপ্তি, দয়াময় নামে প্রীতি
সাধরে সাধ সম্প্রতি, মিলিবে কার্য্য আরাম ।
একেরই বিভূতি যত, জেনে লও সিদ্ধি ব্রত
হইবে পূরণ কাম ।।