মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১৬

সাধনা কি আছে আর বিনে আত্মপরিচয় ।
আমি বা কে, তুমি বা কে, কেবা আমি তুমি কয়
কার কর্ম কেবা করে, কেবা বাঁচে, কেবা মরে
সৃষ্টি বা কি, স্থিতি বা কি, কেমনে কোথায় লয়
দুহিতা ভগিনী ভ্রাতা, জায়া পতি পিতামাতা
কেবা কোথা চেয়ে দেখ, ঘুচিবে সংশয় ।
এক শক্তি থরে থরে, বিরাজিছে এ সংসারে
সাধ্য কি সাধনা করে, করবে তুমি পাপক্ষয় ।
আবশ্যক কর্ম যাহা, সতত করো রে তাহা
পাপ পূণ্য শূণ্য এ বিশ্ব বিভূতিময় ।।