এ ক্ষুদ্র আঁধারে, জ্ঞান বিচারে, কে বুঝে তোমারে ।
তুমি মহান অনন্ত, লীলা নিত্যময় সংসারে ।
কটাক্ষেতে হয়, সৃষ্টি স্থিতি লয়, সাকার নিরাকারে ।
নিত্য হতে লীলা সদা, আত্ম ভোলা, তুমি আমি দুটি তারে ।
কটাক্ষে অক্ষি গোলক, প্রকাশে প্রেম পুলক
বিকাশিত সে আলোক গোলক ভেতরে ।
নিত্যলীলা লীলা নিত্য, বুঝিতে নিগুঢ় তত্ব
অনুরাগে হয়ে মত্ত, ঝাপিনু প্রেমসাগরে ।।