পড়বে মন তোতা পাখি ভজনের পাঠশালাতে ।
পণ্ডিন নিমাই পাগল হয়ে, টোল খুলেছে নদীয়াতে ।
আকার ছাড়া ব্যাকরণ, বর্ণ ভেদ নাই ধনে মানে
অর্থ ছাড়া অভিধান, প্রেমাক্ষর শিখাইছে তাতে ।
উল্টাইয়া দেখায় ভূগোল, অখণ্ড মণ্ডল গোল
রেখা টানা জ্যামিতি ভুল, জটিল অঙ্ক দেয় গণিতে ।
সাহিত্যে তার হিতবচন, সৎপ্রসঙ্গ বিনয় ভাষণ
ড্রইংয়ে তার ছবি অঙ্কন, স্বভাবের তুলিকা হাতে ।
কর্তা কর্ম ক্রিয়া পদে, গোল ঘটায় তার পদে পদে
একই বস্তু দুই বর্ণেতে, বিশেষ করে বিশেষ্যেতে ।
হয় যার কর্তা কর্ম ঠিক, ভ্রান্তি হয়না কখনও দিক
করলে পরে এদিক সেদিক, শাস্তি হয় তার ধারা মতে ।
শ্রীপদে মজায়ে মন ভেবে কয় মনোমোহন
কত বিঘাবাগীম ফেল হয়ে যায় পাঠশালায়
পরীক্ষা দিতে ।।