কে তুমি বিদেশীর বেশে দাও পরিচয় ।
তোমার ভাব দেখে হয় বড় সন্দেহ উদয় ।
তোমারি রুপচ্ছটায়, আবেশে অবশ কায়
সহজে সরল প্রাণ, কেন যে গলিয়া রয় ।
কি মোহিনী জানো তুমি, মোহে কবলিত আমি
অচেনা চোখের দেখা, একী হলো এ সময় ।
আর যে ভুলিতে নারি, আহা কি রুপ মাধুরী
শয়নে স্বপনে জাগে, নয়নে নয়ন ময় ।
একটি পলক তরে, দেখা দিয়ে তুমি মোরে
কি যাদু করেছো যাদু, আমি হেরি তুমি ময় ।।