মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২০২

মরি মরি
কথা যে কয় কোথায় সে জন, ভেবে মরি ।
কথায় কথায় কথার দোসর, দেয়না ধরা ধরতে নারি ।
যে রয়েছে কথার মূলে, কয়না কথা হৃদয় খুলে
মনের কথা পাইনা বলে, আমি সদা কেঁদে ফিরি ।
কথার গোড়ায় খোদ মহাজন, করছে নানা ভাবোদ্দীপন
করা যায়না তার নিরুপণ, সদায় খেলে লুকোচুরি ।
ধরতে যদি পাইতাম তারে, মনের কথা কইতাম হায়রে
মনের মানুষ মণিকোঠায়, মনোমোহনের মনবিহারী ।।