প্রেম বাজারে হরির নাম লুট বিলায় ।
নামে প্রেমে লোটালোটি, সাধ থেকে যার নিবি আয় ।
প্রেম বাজারের বিকিকিনি, নামের সন্দেশ নামের চিনি
তার কি থাকে ভবক্ষুধা, এই মিঠায় যে মিঠা পায় ।
মণ্ডা মিঠাই মুখের মিঠা, হরির নাম হৃদয়ের মিঠা
যে পেয়েছে প্রাণের মিঠা, মুখের মিঠা সে কি চায় ।
যে মিঠাতে নারদ ঋষি, বীণা বাজায় দিবানিশি
যে মিঠাতে গৌর নিতাই, ধূলায় গড়াগড়ি যায় ।
মনোমোহন কয় মিঠার লোভে, তিতা খেয়ে আছি ডুবে
পেলেম না সে সুধা মিঠা, যে মিঠাতে প্রাণ জুড়ায় ।।