জীবে শিবে কত প্রেম জানাবো তাই কেমনে ।
অভেদ প্রভেদ হীন, বেদ বিধি পুরাণে ।
শিবত্ব পরম কান্তি, জীবত্ব মায়ার ভ্রান্তি
লীলাচ্ছলে কেলি করে, অহমহম অভিমানে ।
কারণ বিম্ব হইতে, অব্যাহত কর্মস্রোতে
বিভূতি বিকাশ হয়ে খেলা করে সঙ্গোপনে ।
অকর্মে সুকর্মভাব, ভুলিয়ে নিজ স্বভাব
ভাবলীলাতে মানব, ক্ষিতিহীন বিমানে ।
বিহীন অবলম্বন, করিছে সদা ভ্রমণ
মায়ার আঁচলে ঢাকা, স্বার্থময় অজ্ঞানে ।
জ্ঞান বলে হয়ে বোধ, হইলে জীবত্ব রোধ
দেখিবে শিবত্বভাব, নিত্য সত্য এ জীবনে ।।