খেয়া দেয় ঘাটে, করুণা সুন্দরী ।
চল যাই যাই, বেলা তো ভাই নাই
যেতে হবে পারে, দিতে হবে পারি ।
পেতে দিয়ে খেলা, করে অবহেলা,
গেলো সারা বেলা, এখনে কি করি ।
কর্মেরই কৌশলে মর্ম নাহি খুলে,
ধর্ম ধর্ম বলে অযথা চিৎকারি ।
মান অপমান না হয় সমান,
স্বভাব বিজ্ঞান করে ঝাকা জুরি ।
কর্তব্য প্রবল, জ্ঞান হত বল,
অন্তর চঞ্চল আহা মরি মরি ।
এ যাত্রা বিপদ, কুলগ্নেতে পদ,
বাড়ায়ে সম্পদ, সম্বল কড়ি ।
গিয়েছি হারায়ে, করুণা করিয়ে,
নিবে কি মা পারে করুণা সুন্দরী ।।