বিলাসেতে কর্মযোগ পেয়ে পূর্ণ অধিকার
প্রকাশিলো চেয়ে দেখ সত্য রাজ্য কল্পনার ।
মরুভূমে উপবন, ভবন হইলো বন
বন ভবন দর্শন, কি আশ্চর্য চমৎকার ।
প্রকৃতি পুরুষ সনে, মিশিলো শুদ্ধ মিলনে
ধরাধামে স্বর্গ এলো, প্রেমে পূর্ণ এ সংসার ।
অসম্ভব যাহা ছিলো, মুর্ত্তিমান দেখা দিলো
যত দোষ নিবারিয়ে, সত্য মিথ্যা একাকার ।
মাতৃরুপা মহাশক্তি, পুরুষেতে পেয়ে স্থিতি
দেখাইলো শুভ্র বর্ণ, পিতা পুত্রে সাধনার ।
অনুকূল হলো বাঁকা, প্রতিকূলে ঋজু রেখা
কি সম্বন্ধ জানা গেলো, ঘুচে গেলো অন্ধকার