মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৩৯

হিমাচল চূড়া হতে বিন্দু বিন্দু কণা নিয়া
কণাতে ঝরণা যত সকলি যোগে মিশিয়া ।
নামিছে ক্ষিতি মণ্ডলে, কল্যাণ আছে কৌশলে
এই দেখ সহস্রদলে, হিমাচল গড়াইয়া ।
অধোমুখে গতিধারা, তাহাতে মানুষ ধরা
হিল্লোলে খেলে তরঙ্গ, রঙ্গভঙ্গ করিয়া ।
ফিরাইয়া দিলে গতি, জ্বলে জ্বলে দিব্য ভাতি
ভগবান ভগবতী, হৃদি আলো করিয়া ।
প্রেমরসে মাতোয়ারা, দেখিয়ে আপন হারা
অনিমিষে দাও পাহারা, নইলে যাবে ছুটিয়া ।
গঙ্গা যমুনা নামে, যুক্ত ত্রিবেণী সঙ্গমে
আছে লিঙ্গ অভিরাম, অপরুপ ধরিয়া ।
প্রেমে আকর্ষিয়া বারি, স্নান করাও ধীরি ধীরি
পুলকে আলোকে ঘিরি, দিবে আলো জ্বালিয়া ।
সে আলোকে হৃদিচাঁদে, পূজরে পরম আহলাদে
বদ্ধ হয়ে মিছা দ্বন্দে, থেকোনা কভু মজিয়া ।
লীলাতে আছে মাধুরী, খেলিছে রস উগারি
লীলা নিত্যময় হরি, সাধরে সর্বস্ব দিয়া ।।