মনের বল দাওহে প্রভু শিব সাধনে ।
অকলঙ্ক শশী তুমি মিশে থাকো প্রাণে প্রাণে ।
বিকশিত সে নলিনী, প্রেমময়ী মা জননী
চঞ্চল মন মধুপ, সে কমল মধুপানে ।
রসযুত সে অমৃত, দিয়ে নাথ অবিরত
সতত সাধন ব্রত, রক্ষা করো এ জীবনে ।
অভাবে নূতন ভাবে, রুপে রসে ভেসে ডুবে
আশাপূর্ণ হবে আশা, তোমারই শ্রীচরণে ।
শুদ্ধপ্রেমে সিদ্ধদান, করো দিয়ে পূর্ণজ্ঞান
মৃতসঞ্জীবন রস, প্রেম সমুদ্র মন্থনে ।।