মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৪৮

ইহাই এখন মন ঠিক বুঝে রাখ ।
ভূত ভাবী ছেড়ে দিয়ে বর্তমানে থাক ।
তার ইচ্ছাতে জেনো ভবে
যা হয়, হতেছে, হবে
ভেবে ভেবে কেন তবে, বসে নানা চিত্র আঁকা ।
যা যখন আছে সম্মুখে, তাতেই মন থাকো সুখে
মনো কয় ইহলোকে, ভাবিলে সকলই ফাঁক ।।