হরি তুমি পূর্ণ পুরাতন । নিত্যই নূতন ভাবে দেখি তোমায়, যখন ডুবে আমার মন । সাকার কিম্বা নিরাকার, করিনা এই বিচার, যখন ধরো যে আকার, তাইতে ভোলে দু নয়ন । তব অপরুপ রুপ, নিত্য নব রসকূপ, রসিক চিত্ত লোলুপ, দেখিয়ে নিত্য নূতন ।।