মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০৭

অন্য খেলা খেলবো না, আর অন্য কথা তুলবো না
নামের খেলা খেলবো আমি, কুসঙ্গে আর যাবোনা ।
সে খেলায় খেলে বসি, নারদে বাজায় বাঁশি
শিব হলেন শ্মশানবাসী, তা কেন ভাই খেলোনা
নামের খেলায় খেলবি যদি, শান্তি পাবি নিরবধি
দূরে যাবে জরা ব্যাধি, শমনে ভয় রবেনা ।
ভিখারী কয় খেলাও এসে, নামের খেলা হেসে হেসে
বক্ষ তোর যাবে ভেসে, চোখে জল আর ধরবে না ।
খেলাতে খেলার সাথী, পাবি রে তুই দিবা রাতি
দয়াময় নামের বাতি, হৃদে জ্বেলে রাখনা ।।