মায়াতে আছে দয়া, কায়াতে ছায়ার মতো ।
মায়া কায়া লয় যোগে, ছায়াতে দয়া সতত ।
অধরে মধুর হাস, জলদে বিজলী ভাষ
কর্কশ রস প্রকাশ, হতেছে অশনি পাত ।
বিজলী বজ্র যোগেতে, আছে প্রেম মানুষেতে
সুমৃদূ শীতল ভাষা, লভিছে সাধন ব্রত ।
আলোকে আঁধার রেখা, অমৃতে গরল মাখা
বিশ্বতত্বে আছে লেখা, দেখরে মনের মতো ।
তত্বহীন মত্ততায়, ভুলোনা মন মমতায়
করুণার পূর্ণছবি, সত্বঃ রজ তমাতীত ।
সদয় নিদয় ভাবে, ভাবরে প্রাণবল্লভে
পাবে সে পদ পল্লবে, গরলশূণ্য অমৃত ।।