চুপি চুপি খেলা করো হৃদয় আড়ালে বসি
কখনও বা ভ্রুকুটি দেও, কখনও মধুর হাসি ।
কখনও বা সরায়ে রাখো, কখনও কাছে যেতে ডাকো
কখনও প্রাণে প্রাণ মাখো, প্রেমেতে বাজায়ে বাঁশি ।
কখনও থাকো দূরে সরে, তালাশ করে পাইনা তোরে
আবার এসে অমনি করে, ঢেউ দিয়া যাও জলে ভাসি ।
মনো কয় তোর ভালবাসা, আমার পক্ষে মিছা আশা
মন হলে খান্দানি চাষা, পারতো কিছু রাখতে খুশী ।।