বাজে বাঁশি মন উদাসী, দেখে আসি ত্রিভঙ্গ । তমালতলে কদম্বডালে, রাধা রাধা বলে করিছে রঙ্গ । মোহন তানে সহচর সনে, সতত পিরীতি প্রসঙ্গ দেখিতে সে রুপ, চিত্ত লোলুপ, ব্যাকুল অতি প্রাণ বিহঙ্গ । মদনমোহনে মনোমোহনে, চাহিছে সদা লইতে সঙ্গ ।।