আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় । তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ।। আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি । যা করাও তাই করি আমি, আমি আমি কিছু নয় ।। সংসার পিঞ্জরে তুমি, রেখেছো রয়েছি আমি সুখ ভোগে আশ মিটেনা, ছুটিতে চাহে হৃদয় ।