মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৯৪

ওরে মন মাঝিরে
লাগাও তরী শ্রীগুরুর ঘাটে ।
যদি সুখে রবি, সুখ পাইবি, পার হবি ভব সংকটে ।
ঘাটে আছে এক বাজার, সাধু সঙ্গ নাম তার
কত হীরে মানিক বিনামূল্যে, বিকাইছে সেই হাটে ।
হাল দিয়া কাণ্ডারীর হাতে, দাড় টান ভাই বসে বসে
ভাব বুঝে সে দিবে শলা, যখন যেমন খাটে ।
ভয় করোনা ঝড় তুফানে, চালাও তরী প্রাণপণে
দেখবে তরী নামের গুণে, আপনি লাগাবে ঘাটে ।।