মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১৩

মজিলো আমার মন নিবিড় আঁধারে ।
সব সুখ ভুলিয়ে, সতত কেবল আঁখি, সেরুপ নেহারে ।।
কৃষ্ণ কালী ডুবিলো প্রেমে, যে রুপ সাগরে
সহজে মন অনুরাগে, চাহিলো তাহারে ।।