মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৪২

করো প্রভু জ্ঞানের উদয় ।
তুমি আমি অভেদাত্মা, যেন উপলব্ধি হয় ।
ভাবে করো দেখাদেখি
তৃষিত ব্যাকুল আঁখি, অতি চঞ্চল হৃদয় ।
অজ্ঞানতার অন্ধকারে, জ্ঞানাজ্ঞানে দ্বন্দ্ব করে
রাখে আলো বন্ধ করে, করে সন্দেহ উদয় ।
তুমি কৃপা বিতরণে, জীব ভাব বিমোচনে
অনুকূল হও এক্ষণে, হও হে শ্রীপদাশ্রয় ।।