মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪৫

শোন বলি পাগলের চেলা ।
পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগল ভোলা ।
এক পাগল হয় নারদ ঋষি, বীণা বাজায় দিবানিশি
আর এক পাগল বাজায় বাঁশি, বাসা করছে কদমতলা ।
আর এক পাগল হয় হনুমান, রামরুপে ধরেছে ধ্যান
বক্ষ চিড়ে দেখাইলো নাম, ছিড়িলো মুকুতার মালা ।
আর এক পাগল গৌরহরি, ডোর কৌপীন ধারণ করি
হরি হয়ে বলছে হরি, স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলা ।
যদি পাগল হওয়া ভালো লাগে, মন পাগলারে ধরগে আগে
ঐ পাগল তার সঙ্গে থাকে, সব পাগলামী যাহার খেলা ।
মনোমোহন তার স্বভাবেতে, পারলোনা সে পাগল হতে
কামিনী কাঞ্চন হাতে, লাগাইলো পাগলের তালা ।।