মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৭৫

অনেক দিন হয় গেছে ভেসে, বিচ্ছেদসাগরে তরী ।
আর তো সে এলোনা ফিরে, দিবানিশি কেন্দে মরি ।
আমারে বসায়ে রাখি, খবর আনতে গেছে পাখি,
এখনও এলোনা দেখি, হয়ে গেছে কত দেরী ।
বসন্তের আগমনে, বসিয়ে ফুলবাগানে,
প্রভাতি মলয়ার কানে, চুপে চুপে ধীরি ধীরি
কয়ে দিছি সবিনয়ে, বলে গেছে থাকতে বয়ে,
আছি পথপানে চেয়ে, আর তো সে এলোনা ফিরি ।
বিরহে বিদগ্ধ প্রাণ, জুড়াইতে নাহি স্থান,
তারি গুণ করে গান, কেবল সান্ত্বনা করি ।।