মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২১

মা তুমি মা আমি তুমি, করুণা যাচে কিঙ্করে ।
হীনবল সাধনেতে, হৃদয় পূর্ণ বিকারে ।
প্রেম সুরধনী জলে, সিঞ্চিয়া মা কুতূহলে,
আশা শুষ্ক হৃদকমলে, ফুটায়ে দেহ অচিরে ।
জ্ঞানে দিব্য ভার দিয়া, সামীপ্য সাধন আনিয়া,
সবল করিয়া হিয়া, মাতায়ে তোলো আমারে ।
মা তুমি মা আমি তুমি, জানিতেছো কি চাই আমি,
ক্রীতদাস অনুগামী, আনন্দ চাহে অন্তরে ।
প্রাণে প্রাণ দিয়ে ধরা, বরিষ অমৃত ধারা,
আমি যে তোমাতে গড়া, হারায়ে কেন তোমারে ।
ত্রিতাপ দগ্ধচিত, আকুলিত অবিরত,
সতত সাধন ব্রত, কিঙ্করে করুণা করে ।
রক্ষ মা ভুবনেশ্বরী, কাতরে প্রার্থনা করি,
দাও মা চরণতরী, তরিতে ভবসাগরে ।।