যা করো তা করো প্রভু, আমি তোমায় না ছাড়িবো ।
তোমার পায় আর আমার গলায়, রসি বেঁধে ফাঁসি দেবো ।
যত চাবে তুমি দূরে সরাইতে, তত চাবো আমি জড়ায়ে ধরিতে
করে জোরাজোরি আকুল হয়ে হরি, কোল কাড়ি নিবো ।
যদি ঠেলা দাও ব্রহ্মাণ্ডের জোরে, আমি ঠেলে যাবো তোমার নামই ধরে
লাগবে ঝুকাঝুকি, খেলবে প্রাণপাখি, আঁখি বরষিবো ।
তোমার হাতে পড়ে এ সম্মুখ রণে, যায় যদি প্রাণ কি আনন্দ মনে
সংকল্প প্রাণেতে, তোমায় প্রাণ দিতে, দূরে না সরিবো ।
কেন্দে কেন্দে প্রাণ দেই আমি তোমায়, হাসি দিয়ে কেন ফিরে দাও তায়
মনোমোহন তোমায় কেবল দিতে চায়, ফিরে না লইবো ।।