মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৫২

প্রভাতে অঞ্জলী পূরি, ভকতি কুসুমরাজি তুলি
প্রীতি চন্দনে রঞ্জিয়া, আনন্দময় চরণে দেহ ঢালি ।
বিনয়াবনত শিরে, আনন্দে বদন ভরে
গাও রে দয়াল নাম, সকল যাতনা ভুলি ।
মানবীকরণে আজি, সাজায়ে শ্রীপদ রাজি
আলো করো মন্দিরে, বিশ্বাস প্রদীপ জ্বালি ।
প্রার্থনা প্রাণেরই কথা, মন্ত্র মরমেরই গাঁথা
আচরণ উপকরণ, ভরিয়া হৃদয় থালি ।
পূজিয়ে প্রাণনাথে, কৃতাঞ্জলি সম্মুখেতে
সর্বস্ব দক্ষিণা দেহ, আত্মসম্প্রদান ডালি ।।