মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৯৭

আজ কেনরে এমন লাগে, কি জানি হারিয়ে গেছি ।
কে যেন মোর ছিলো কাছে, আছে কিন্তু নাই বুঝতেছি ।
ছিলো ছিলো নাই নাই, ধরি ধরি পাই পাই
আবার যেন হারাইয়ে যাই, ডুবাডুবি লাই খেলতেছি ।
দেখায়ে স্বরুপ রুপ, ধরতে গেলে মারে ডুব ।
তাতে আর বাড়ে লোভ, ধরবো বলে বসে আছি ।
খেলতে খেলতে বেলা হলে, তবু তারি লাগ না পেলে
ঝাপ দিয়ে পড়বো অকূলে, প্রাণে মরি কিবা বাঁচি ।
গুরু আমায় বলে দিছে, সে সাগরে ডুবলে বাঁচে
মনোমোহন তাই ডুব দিতেছে, ভাসি বলে দুঃখ পেতেছি ।।