মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৬৬

নদীয়ায় চাঁদের হাট বসেছে ।
চাঁদের হাটে অমূল্য চাঁদ, বিনা মূল্যে যাচতেছে ।
গগনে কলঙ্কী চাঁদ, চাঁদ ষোলো কলা
বাড়ে কমে দিনে দিনে, নিত্য চাঁদের লীলা
অকলঙ্ক চৈতন্য চাঁদ, নিতাই চাঁদ সঙ্গে জুটেছে ।
বাড়ে বই আর কমেনা চাঁদ, অমনি চাঁদ উঠেছে ।
আরো কত ভক্তচাঁদ, চাঁদে বহু কলা
হৃদে জাগে কৃষ্ণচাঁদ, মুখে হরি বলা
বিরহ মিলন চাঁদে, প্রেমের জ্যোৎস্না ফুটেছে ।
চাঁদের হাটে চাঁদের মেলা, চাঁদ বিনে আর নাই
চাঁদে চাঁদে করছে খেলা, চাঁদের ফুল ফুটেছে তাই
তার গন্ধ পেয়ে ধন্ধ হয়ে, মন অলি ছুটেছে ।
মকরন্দের গন্ধ পেয়ে মন মধুকর ছুটেছে
ছিলো চকোর শূণ্য পথে, পিতে চাঁদের সুধা
অলি ছিলো ফুল বাগানে, গেয়ে গুণগুণ গাঁথা
চাঁদের বাজার দেখে চকোর, অলির সঙ্গে জুটেছে ।
মনোমোহনের মন অলি, জ্ঞান চকোর এক যোগে
ভক্তি সুধা পান করিতে, মত্ত হয়ে অনুরাগে
রসিক চাঁদের রসের হাটে, কাঙ্গাল হয়ে বসে আছে ।।