মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮৮

ফকীরি কি গাছের গোটা ।
ঢেকি যদি স্বর্গে যাইতো, বারা বানতো তবে কেটা ।
ফকীরি বড়ই শক্ত, ফকীর ছিলো প্রহলাদ ভক্ত
বিষ খাওয়াইয়ে আগুন দিয়ে করেছিলো লোহা পীটা ।
ফকীর ছিলো হরিদাস, গৌরাঙ্গ লীলাতে প্রকাশ
বাইশ বাজারে বেত খাইয়ে, বাকী ছিলো শেষের দমটা ।
রুপ সনাতন ফকীর ছিলো, বায়ান্ন লাখ ছেড়ে দিলো
ঝুলি কাঁথা সঙ্গে নিয়ে, স্থান পেলো সে ফকীর হাটা ।
ইব্রাহিম ফকীর ছিলো, আপন পুত্র জবাই দিলো
আগুনে পরীক্ষা কইলো, ইঞ্জিলে তার নামটি আটা ।
ফকীর ছিলো ঈসা মুসা, ঘটছে তাদের কতই দশা
মনোমোহন কয় ছাড় আশা, নইলে বাঁধ বুকের পাটা ।।