এসেছে পথিক, অতিথির মতো তব দ্বারে ।
হয়ে পথহারা না পেয়ে কিনারা, নিরাশ্রয় হয়ে ফিরে ।
পথ ভুলে গিয়ে ঘাটে মাঠে ঘোরে, কন্টক আঘাত শীর্ণ কলেবরে
জীর্ণ বস্ত্র পরে, মলিন অন্তরে, সারাদিন অনাহারে ।
যার কাছে যাই বলে সর সর, কাঙ্গাল বলে কেউ করেনা আদর
তারা আমায় ঠেলে দিতে চায় ফেলে, টেনে তুলে লও ঘরে ।
তোমার কাছে নাকি নাই আপন পর, তাই সাহস পেয়ে হলেম অগ্রসর ।
ডাকি বাবা বলে, দাও দ্বার খুলে, অন্ধ আমি অন্ধকারে ।
ফিরে যাবো বলে আসিনাই হেথা, দ্বারে রবো পড়ে, যাবোনা কোথা
সর সর করে ঠেলে দিলে পরে, সরে নাহি যাবো দূরে ।
যায় যাবে প্রাণ থাক তব দ্বারে, রোগে শোকে ক্লিষ্ট শীর্ণ অনাহারে
না করো জিজ্ঞাসা, আকুল পিয়াসা থাকে যেন সদা অন্তরে ।।