মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৯৬

কি শোভা ধরেছে আজি অপরুপ মনোহর
পূর্ণিমাতে প্রকাশিত পূর্ণকলা শশধর ।
গ্রহ তারা সারি সারি, ফুটিয়াছে আলো করি
যেন কোটি চক্ষু চেয়ে আছে, কিছু নহে অগোচর ।
দেখরে গগন তল, কি সুন্দর নির্মল
গাহিছে আরতি তাহে, সুখে চকোরী চকোর ।
এ সব বিভূতি যার, ও মূঢ় মন আমার
যুগল চরণে তার, প্রাণ সমর্পণ কর ।।