বিনা সংগ্রামেতে শান্তি কখনও কি হয় দন্দ্ব বিনা মকরন্দ, না হয় উদয় । দ্বন্দ্বকে ভাবিরে মন্দ, ঘর্ষণে চন্দনে গন্ধ, মন্থনে মাখন হয় । গরলে আছে অমৃত, দুঃখে সুখে নিয়মিত মৃণাল কন্টকাবৃত, মন্দে ভালো মিশে রয় ।।