মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৪২

ছল ছল আঁখি মম, কি জানি কি চায় রে ।
পুছিলে আঁখির কাছে, আঁখি না জানায় রে ।
আমি কত করে বলি তায়, অধর কিরে ধরা যায়
সে কথা না শুনতে চায়, কেবলি তাকায় রে ।
পাইতে মন মানুষে, মন আমার আছে তালাশে
পায়না তারে অবিশ্বাসে, করি কি উপায় রে ।
ধরিতে মনোমোহন, ব্যাকুল মনোমোহন
আঁখি মনপ্রাণ তার, সপিয়াছে তায় রে ।।