মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩১

হারে রে কানু, বাজায়ে বেণু, আয় না ধেনু চড়াতে যাই ।
পূরব গগণে, উজল কিরণে, ভাতিছে ভানু রাঙ্গা দেখা যায় ।
কুসুম কাননে মলয় পবনে, হেলিয়ে দুলিয়ে খেলায়ে যায়
মধু ভরা মধু, ফুল কূল বধূ, প্রভাতে জাগিয়ে প্রণতি জানায় ।
শাখে শাখে পাখি, ডাকে থাকি থাকি, আকুলি কোকিল পঞ্চমে গায়
গাল ভরা হাসি বড় ভালবাসি, হাসিয়ে হাসিয়ে নাচিয়ে আয় ।
তোরে লইয়ে সাথে, যাবো বনপথে, খেলবো কত খেলা, বেলা বেড়ে যায়
মায়ের কোল ছেড়ে ওঠরে ওঠরে, আমরা ভাই তোরে প্রাণে চায় ।
বাঁশিটি বাজাবি, হাসিটি খেলাবি, যমুনা দোলাবি দেখিবো তায়
ত্রিভঙ্গে ভঙ্গিম রুপে অনুপম, মনোমোহন তোরে দেখিতে চায় ।।