মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮৪

নয়ন টানে টানে গো ঐ রুপের পানে ।
আমার মন মিশেছে যাহার সনে ।
যার পরশে হয় সরস হৃদয়
দর্শনে যার হর্ষের উদয়
সেই মনের মতন মানুষ রতন, বেঁধে রাখি কোন সন্ধানে ।
জাগরণে তারে, না দেখিতে পেয়ে
ঘুমের আড়ালে থাকি নয়ন দিয়ে
যদি স্বপনের ঘোরে, দেখা দেয় সে মোরে, বাঁধিয়া রাখিবো স্বপনে ।
এত ভালবাসি এত যারে চাই
সে কি আমার কথা ভাবেনা রে ভাই
যেন আকুল পিয়াসা, ব্যাকুল আবেগে, তাহারে আনিবে টেনে ।
নয়নে নয়নে রাখিবো বান্ধিয়া
কাঙ্গালের পাখি যাবি কই ছুটিয়া
বলে মনোমোহন, মন ভুলানো ধন, বাঁচিনা তোমারে বিনে ।।