তার নাম শুনে উদাসী হয়ে গেছে দু নয়ন ।
ভয় করিনা লোক নিন্দা, গুরুজনার গরজন ।
মনেরে বুঝায়ে রাখি, বুঝেনা তাই করি বা কি
মনের সনে পাগল হয়ে, গেছে দুনয়ন ।
নয়ন মন বিবাদী, কে হবে তার ফরিয়াদী
পারেনা তাই নিরবধি, মিথ্যা সাক্ষী দেয় মনোমোহন ।
সাধিতে সত্য জীবনে, বিপক্ষ বিবাদীগণে
কি করিবে পাগল মনে, বিধির বিধি করে লঙ্খন ।।