আমার কথা শোনেনা সে, তার কথা শুনিনা আমি ।
এক ঘরেতে দুইজনাতে, ঘর করতেছি আমি তুমি ।।
সে কেমন জানিনা কিছু, চলতেছি তার পিছু পিছু
কথায় কথায় ঝগড়া বাঁধে, বিবাদে অপূর্ণ কামী ।
ঘুমের ঘোরে পড়ি লুটি, অমনি আবার জেগে উঠি
কে জাগায় তারে না দেখি, ছোটাছুটি দিবাযামী ।
এমন হইলে থাকা দায়, এক ঘরেতে দুজনায়
ক্ষান্ত হয়ে শান্ত করো, বন্ধুভাবে আমি তুমি ।।