লাগ পাবি না অনেক দূরে
বিবেক বুদ্ধি হারা হয়ে, হাত বাড়াইয়ে ডাকিস কারে ।
যার জন্য তোর ডাকাডাকি, তার সনে তোর মাখামাখি
খুলে দেখ তুই জ্ঞানের আঁখি, বাকীর ঘরে উসুল পড়ে ।
যে ভাবে তুই ভাবিস তারে, সে ভাবেই সে খেলতে পারে
নিকটে কি অতি দূরে, হৃদিমাঝে অন্তঃপুরে ।
উচ্চস্বরে গলাবাজি, কিছু নয় সে ধান্দাবাজী
সহজ ডাকে হয় সে রাজী, যে তাহারে ডাকতে পারে ।
সহজং কেবলং কর্ম, নিস্কাম পরম ধর্ম
না বুঝে নিগূঢ় মর্ম, মনোমোহনের মন ঘুরে ।
জীবত্ব না হলে রোধ, হবে নারে আত্মবোধ
আপনি আপন লও প্রবোধ, তা বই কিছু হবে নারে ।।