নমস্তে নিখিল মঙ্গলদায়িনী
খোলো আঁখিদ্বার সরাও অন্ধকার, আমি যে তোমায় দেখি জননী ।
মলয় মরুতে লতাপাতা কাপে, আড়াল থেকে হাসে, ফুল কলি চুপে,
কোকিল কুহরে শ্যামা দেয় শিস, মধুকরে করে গুনগুন ধ্বনি ।
বনে বনদেবী ভুবন ঈশ্বরী, মন্দিরে মন্দিরে প্রতিমা তোমারই,
হৃদয়ে হৃদয়ে সদয়ে নিদয়ে, জাগিয়ে রয়েছো দিবস রজনী ।
মনোমাঝে আছে যত আয়োজন, তোমারই শ্রীপদে করিতে অর্পন,
মনোমোহনের মন, অতি উচাটন, করো গো গ্রহণ ভূবনমোহিনী ।।