কেশব হরি মাধব হে তুমি জীবনের জ্বলন্ত জ্যোতি । মুগ্ধ মনপ্রাণ গায় হে তব মধুর মধু আরতি । হে ভব খণ্ডন, ঘুচাও ভববন্ধন মনোমোহন যাচে প্রীতি করে প্রণতি ।।