মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪২১

কে জানে তার রুপের অন্ত, কতই রুপ সে ধরে ।
অনন্ত স্বরুপে ব্যাপ্ত ব্যাক্ত চরাচরে ।
অনন্তে অনন্তময়, না আছে তার রুপের নির্ণয়
সকল রুপে একরুপ হয়, অরুপের ঘরে ।
পশু পক্ষী কৃমি কীট, তরুলতা উদ্ভিত
আর কত বহুবিধ, নিবিদরুপে বিহরে ।
এক রুপ সব রুপ, দয়াময় নাম সুধাকূপ
হেরিতে চিত্ত লোল