সে যে স্বতঃ স্বপ্রকাশ
জ্যোতির্ময় রবি ছবি, নিত্যানন্দ চিদাভাস ।
নির্বিকল্প নিরাকার, অখণ্ড মণ্ডলাকার,
জুড়িয়ে অনন্ত বিশ্ব, পৃথিবী আকাশ ।
বিধি বিষ্ণু আদি যত, তাহারই শক্তি সম্ভূত,
ক্ষুদ্র কণিকার মত, খদ্যোত বিকাশ ।
কত সৃষ্টি স্থিতি লয়, হয়ে গেছে হবে হয়,
নাহি তার বিপর্যয়, বৃদ্ধি কিম্বা হৃাস ।
রবি চন্দ্র গ্রহগণ, পাইয়ে তার কিরণ,
করে আলো বিতরণ, কিবা বারো মাস ।
ত্রিগুণাতীত কারণ, প্রণবরুপ ধারণ,
কররে জীবন সাধন, পাইবে উল্লাস ।।