আমার সবখানা মন পুটলী বেঁধে, রেখে দিলাম তোমার কাছে
দেখো যেন আর কেউ কখন, চুরি করে না লয় পাছে ।
তুমি থাক মনের প্রহরী, মনই আমার টাকা কড়ি
আমানত বিশ্বাসী হরি, তোমার মতন আর কে আছে ।
মন আমার দরিদ্রের ধন, কে জানি তায় করে হরণ
একলা প্রাণে ভয় করি তাই, চোর ডাকাতে সদায় খুজে ।
ভাণ্ডার জিম্বা তুমি হলে, ভয় কি আমার ভূমণ্ডলে
জানোনা কি অবোধ ছেলে, খুলে নেও হারাবে পাছে ।
মনের পুটলী তোমায় দিয়ে, মনোমোহন নিশ্চিন্ত হয়ে
গাছতলাতে থাকুক শুয়ে, স্বপন দেখুক তোমার কাছে ।।