মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৪৫

দয়াময় নাম সুধাকরে বিতরে অমৃত কিরণ ।
আয়রে জগতবাসী লভিতে পরম ধন
পাপী তাপী দুঃখি নর, হও সবে অগ্রসর
জুড়াতে ত্রিতাপ জ্বালা, চরণে লহ শরণ ।
এমনি নামের গুণ, যেন বাতাস আর আগুন
ঠেলে উঠে ফুটে ব্রহ্ম, সচ্চিদ আনন্দ ঘন ।
সবে অবারিত দ্বার, ছোট বড় নাই বিচার
দেখবি যদি আয় সকলে, ডাকিছে মনোমোহন ।।