আসিতে পথ ভুলিয়া, গিয়াছি দূরে সরিয়া
গহনে শুধু ঘুরিয়া, গেলো যে সারাটি বেলা ।
করুণা পুনঃ করিয়া, করেতে যদি ধরিয়া
না যাও সাথে লইয়া, কাঁদিবো আমি একেলা ।
তোমারই নাম লইয়া, আঁধারে যদি পড়িয়া
জীবন যায় কাঁদিয়া, এ বড় বিষম জ্বালা ।
আপন জন বলিয়া, সকল দোষ ভুলিয়া
টানিয়া লও তুলিয়া, দিয়া চরণধূলা ।।